কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকে পড়া ৪৫ জন ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে আজ ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভারতীয় নাবিকরা বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছেন। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবে ইউএস-বাংলার ফ্লাইটটি। আটকে পড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকার ভারতীয় হাইকমিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স আজ ঢাকা থেকে সকাল ৯টায় উড্ডয়ন করবে। এবং দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে।