প্রচ্ছদ বিশেষ খবর ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ২৫ লাখ টিকা দেশে এলো

ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ২৫ লাখ টিকা দেশে এলো

0
সেরাম ইনস্টিটিউটের

ভারতের সেরাম ইনস্টিটিউটের থেকে করোনাভাইরাসের ২৫ লাখ টিকার (কোভিশিল্ডের) একটি চালান দেশে এসেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের এই টিকা আমদানিকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। রাতে বিমানবন্দরে বেক্সিমকোর কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এ টিকা সরবরাহ করা হবে। এ নিয়ে প্রতিবেশী দেশটি থেকে এক কোটি ৬০ লাখ ডোজ টিকা এসেছে।

এর আগে দেশে করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের নভেম্বরে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করে সরকার। সেই চুক্তি অনুযায়ী, এ বছরের ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ ডোজ, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা আসে দেশে।

আরও পড়ুন : সোমবার সারাদেশে ৫ লাখ ৮৪ হাজার ডোজ টিকা প্রয়োগ

৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারতে করোনাভাইরাস মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে দেয় দেশটির সরকার। এরপর প্রায় সাত মাস পর টিকা পাঠানো শুরু করে সেরাম, যে চালানে গত ৯ অক্টোবর ১০ লাখ ডোজ টিকা এসে পৌঁছে দেশে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version