প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মনোমেলা ফাউন্ডেশন-কে এমটিবি ফাউন্ডেশন-এর চেক হস্তান্তর

মনোমেলা ফাউন্ডেশন-কে এমটিবি ফাউন্ডেশন-এর চেক হস্তান্তর

0

এমটিবি ফাউন্ডেশন মনোমেলা ফাউন্ডেশন-কে তাদের জনহিতকর কার্যক্রমসমূহ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে। তাদের কার্যক্রমগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য স্কুল পরবর্তী সময়ে ফ্রি শিক্ষা কার্যক্রম, ফ্রি হেলথ্ ক্যাম্প-এর মাধ্যমে মৌলিক স্বাস্থ্য সেবা প্রদান এবং চাষীদের জন্য জৈব কৃষি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় মনোমেলা ফাউন্ডেশন-এর ফাউন্ডার মোঃ আব্দুর রহিম-এর হাতে ৩ লক্ষ টাকা মানের একটি চেক হস্তান্তর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহ্বুবুর রহমান। এছাড়াও এই অনুষ্ঠানে মনোমেলা ফাউন্ডেশন-এর কো-ফাউন্ডার, করভি মিজান এবং কো-অর্ডিনেটর, সাজ্জাদুল ইসলাম চৌধুরী এবং এমটিবি’র গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খান এবং ডেপুটি হেড অব কমিউনিকেশন্স, সামিয়া চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version