মালয়েশিয়ায় অবৈধ অভিবাসিদের ধরার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ওই অভিবাসন বিভাগ।
গত মঙ্গলবার মালয়েশিয়ার নিলাই উতামা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও সেনাংয়ে অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ১১০ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ৬৯ জনকে গেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে বাংলাদেশের নাগরিক ২৮ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ২৩, পাকিস্তানের ১০, ইন্ডিয়ার ৭ ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করা সব ধরনের বিদেশি অভিবাসী আটকের অভিযান চলছে।