প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মেঘনা ব্যাংকের ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি’ সেবায় একমি গ্রুপ কর্তৃক রুটস ফুড এন্ড বেভারেজ...

মেঘনা ব্যাংকের ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি’ সেবায় একমি গ্রুপ কর্তৃক রুটস ফুড এন্ড বেভারেজ লি: এর অধিগ্রহণ সম্পন্ন

0

সম্প্রতি একমি গ্রুপের অঙ্গসংগঠন একমি কনজ্যুমার প্রোডাক্টস লি: ব্যবসাায়িক সম্প্রসারণের লক্ষ্যে দেশের অন্য আরেকটি খাদ্য পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রুটস ফুড এন্ড বেভারেজ লি: এর সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম অধিগ্রহণ করে। এ পুরো ট্রানজেকশন সম্পন্ন হয় মেঘনা ব্যাংক – এর ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি’ সেবার আওতায়। বর্তমানে উল্লেখযোগ্য একমি পণ্যগুলো হলো – বোতল জাত খাবার পানি, জুস, কেচাপ সহ বেশ কিছু কনজিউমার আইটেম। এই অধিগ্রহণের মাধ্যমে একমি-র আমের জুস, মসলা এবং বোতলজাত পানি উৎপাদন সম্প্রসারিত হবে।

এক বিবৃতিতে মেঘনা ব্যাংকের ডিএমডি জনাব কিমিয়া সাদাত বলেন, “মেঘনা ব্যাংক স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট সব সময় উদ্ভাবনী এবং আধুনিকতম ফাইনান্সিয়াল সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছে। একমি গ্রুপের এই অধিকগ্রহণ ডিলটি আমাদের প্রতিশ্রুতির আরেকটি মাইল ফলক”

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version