মেঘনা ব্যাংক লিমিটেড সম্প্রতি এটুআই প্রকল্পের কেন্দ্রীয় ই-পেমেন্ট সিস্টেম ‘একপে’র সাথে একটি দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা ডিজিটাল অ্যাপ প্ল্যাটফরম এবং ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল এবং সরকারী ফি (ভূমি উন্নয়ন কর, নামজারি ফি, খতিয়ান ফি ইত্যাদি) পরিশোধ করতে পারবেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআইও জনাব শ্যামল বি. দাশ এবং এটুআই প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় মেঘনা ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব কিমিয়া সাদাত, ব্যাংকের হেড অব পাবলিক সেক্টর, পিপিপি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট মিসেস সুফিয়া আক্তার, ব্যাংকের হেড অব ডিএফএস জনাব এজেডএম ফয়েজ উল্লাহ চৌধুরি এবং উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।