মেঘনা ব্যাংক লিমিটেড এবং বেসরকারী উন্নয়ন সংস্থা-উদ্দীপনের মধ্যে (ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড একশনস) সম্প্রতি একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব কাজী আজিজুর রহমান এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক জনাব বিদ্যুৎ কুমার বসু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে মেঘনা ব্যাংক থেকে ৭২ কোটি ৫৫ লাখ টাকার ঋণ সুবিধা পাবে উদ্দীপন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং জনাব কিমিয়া সাদাত, ব্যাংকের হেড অব রিলেশনশিপ ইউনিট মিস নাজিয়া খায়েরসহ অন্যরা উপস্থিত ছিলেন।