প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুতে জরিমানা লাগবে না

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুতে জরিমানা লাগবে না

0

মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি পাসপোর্ট রি-ইস্যু করতে অতিরিক্ত কোন ফি বা জরিমানা লাগবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন এ্যান্ড পাসপোর্ট অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতি বছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হতো। পাসপোর্ট অধিদফতরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি আর লাগছে না। একইসঙ্গে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক পাঁচ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এ বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালভাবে দেখে নিতে হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version