প্রচ্ছদ বিশেষ খবর ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৪ জনের মৃত্যু

0

করোনা ঊর্ধ্বপতির মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন তিন রোগী। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা গেছেন।

হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন মারা যাওয়াদের মধ্যে নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের তিনজন রোগী করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া ময়মনসিংহের চারজন, জামালপুর-শেরপুর ও টাঙ্গাইলের দুজন করে রোগী এবং গাজীপুর সদরের এক রোগী করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ৪২৯ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৫৫ জন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version