বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে অগ্রণী ব্যাংক। দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক বৃন্দ, অগ্রণী ব্যাংক অফিসার সমিতির নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ সহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা বৃন্দ। এর আগে প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে পতাকা উত্তোলন ও শহীদ জাফর বেদীতে পুস্প স্তবক অর্পণ করেন প্রধান শাখার মহা ব্যবস্থাপক মোঃ শামসুল হক।
দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম। সাথে ছিলেন অগ্রণী ব্যাংক নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ। এছাড়াও চট্টগ্রাম,রংপুর সার্কেলের আয়োজনে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এতিমখানায় এবং পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, খুলনা সার্কেলের আয়োজনে গল্লামারী শাখায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
পরবর্তীতে বিকেলে ওয়েবিনারের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. জায়েদ বখত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালকগণ। অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে ওয়েবিনারে আরো সংযুক্ত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকবৃন্দ সহ সারাদেশের অগ্রণীয়ানরা।