রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় একটি স্বর্ণের দোকান থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে বলে আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ সাংবাদিকদের জানিয়েছে।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার। তার ছোট ভাই অমিত সাহা জানান, সকালে মার্কেটের নিরাপত্তা কর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান। মার্কেটে গিয়ে দেখতে পান যে তাদের দোকানের ১৩/১৪ টি তালা সামনের মেঝেতে পড়ে আছে। তালাগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। সার্টার ও কলাবসিবল গেট অর্ধেক খোলা। দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে। ক্যাশ বাক্স ভেঙে ফেলা হয়েছে। দোকান থেকে ৫শ’ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকা লুট করা হয়েছে।
তিনি আরও বলেন, দোকানের ভেতর সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় যে রাত ২টার দিকে তিনজন মুখোশ পরিহিত লোক দোকানের ভেতর প্রবেশ করে। তাদের হাতে শাবল, স্লাইরেঞ্জ, হাতুড়ি। এসব দিয়ে তারা ডিসপ্লে সেলফগুলো তছনছ করে। তারা রাত আড়াইটা পর্যন্ত দোকানের ভেতর থেকে লুট করে চলে যায়।
রাজলক্ষ্মী জুয়েলার্স দোকানের সামনের দোকানের নাম জেন্টেল পার্ক। সেটিসহ পাশের আরেকটি তৈরি পোশাক বিক্রির দোকানে লুট হয়েছে।
ঘটনার পর ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ধানমন্ডি থানার ওসি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।