প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৬

রাশিয়ায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৬

0
উড়োজাহাজ বিধ্বস্ত

রাশিয়ার মেনজেলিনস্ক শহরের কাছে এল-৪১০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে ২৩ জন প্যারাসুটিস্ট ছিলেন বলে জানা গেছে।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্যারাসুটিস্ট বহনকারী একটি উড়োজাহাজ রাশিয়ার মধ্যাঞ্চলের তাতারস্তানে স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) সকাল ৯টা ২৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হন।

আরও পড়ুন : ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে, বার্তা সংস্থা আরআইকে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত টিমের একজন বলেন, বেঁচে থাকার আভাস পাওয়া যাচ্ছে না ১৬ যাত্রীর।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version