পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ২ কোম্পানির লেনদেন আগামী (২৫ আগস্ট) রবিবার থেকে পুনরায় শুরু হবে। নির্ধারিত রেকর্ড ডেটের কারণে আজ বৃহস্পতিবার লেনদেন বন্ধ ছিল। কোম্পানি দুটি হলো- প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ঢাকা স্টক একচেজ্ঞ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এর আগে প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স ৫ আগস্ট থেকে ২১ আগস্ট স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করে। আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গত ২০ ও ২১ আগস্ট স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করে। তাই উভয় কোম্পানিই ২২ জুলাই, বৃহস্পতিবার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।
আগামী রবিবার, ২৫ আগস্ট থেকে পুঁজিবাজারে যথারীতি লেনদেন শুরু করবে কোম্পানি দুটি।