প্রচ্ছদ বিশেষ খবর রেড জোন এলাকায় থাকবে সেনাবাহিনীর টহল

রেড জোন এলাকায় থাকবে সেনাবাহিনীর টহল

0

রেড জোন এলাকাগুলোতে সরকারি নির্দেশাবলী যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনাবাহিনীর টহল জোরদার করা হচ্ছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে আইএসপিআর’র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে করোনাভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারকে লকডাউন ঘোষণা করা হয়।

দেশে গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২০৯ জন এবং একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জন।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটির নির্দেশনা দিয়েছে।

এছাড়া করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকায় ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে। রয়েছে চট্টগ্রামের দশটি এলাকা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version