প্রচ্ছদ কর্পোরেট সংবাদ লীড ব্যাংক হিসেবে যমুনা ব্যাংকের ব্রাঞ্চ এন্টি মানিলন্ডারিং কম্প্লায়েন্স (ব্যামেলকো) সম্মেলন

লীড ব্যাংক হিসেবে যমুনা ব্যাংকের ব্রাঞ্চ এন্টি মানিলন্ডারিং কম্প্লায়েন্স (ব্যামেলকো) সম্মেলন

0
যমুনা ব্যাংক

সম্প্রতি, বগুড়া জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিএফআইইউ কর্তৃক লীড ব্যাংক পদ্ধতিতে “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক একটি দিনব্যাপী ব্যামেলকো সম্মেলন এর আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে যমুনা ব্যাংক লিমিটেড লীড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব বিএফআইইউ, জনাব মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এফ এম শাহিনুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিস। সম্মেলনের সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, জনাব মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং ক্যামেলকো জনাব এ. কে. এম. আতিকুর রহমান।

এছাড়াও সম্মেলনটিতে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ইভিপি ও ডেপুটি ক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের হেড জনাব মোঃ মনজুরুল আহসান শাহ। সম্মেলনে প্রশিক্ষন প্রদান করেন বিএফআইইউ এর জনাব মোহাম্মদ মহসিন হোসাইনি, অতিরিক্ত পরিচালক; জনাব মোঃ জয়নুল আবেদিন, যুগ্ন পরিচালক; জনাব মোঃ রোকন-উজ-জামান, যুগ্ন পরিচালক এবং যমুনা ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের অপারেশনাল হেড মিস সাজিয়া আফরিন আতিক। বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৬০ জন ব্যামেলকো সম্মেলনটিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version