প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ আটক ১

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক যাত্রীর কাছ থেকে ১১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এগুলো পাচারের উদ্দেশ্যে মিসরে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন।

সোমবার (২৬ জুলাই) ভোরে মুদ্রাগুলো জব্দ করা হয়। এ সময় জড়িত ব্যক্তিকেও আটক করা হয়।

আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর কাজী। তিনি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিসরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ জিয়াউল হক জানান, ওই যাত্রীর কাছে ৮টি দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।

তিনি বলেন, জাহাঙ্গীর পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

বিমানবন্দর-এর ইমিগ্রেশন বিভাগ জানায়, একজন যাত্রীর পক্ষে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করেও এত বৈদেশিক মুদ্রা বহন করা সম্ভব না। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version