প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম শাহজালাল বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনার বার সহ যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনার বার সহ যাত্রী আটক

0
স্বর্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি ৮০০ গ্রাম ওজনের সোনার বার সহ বাহরাইন থেকে আসা গালফ এয়ারের এক যাত্রীকে আটক করেছে।

এসময় যাত্রীর মোবাইল ফোনের কেসিংয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. আরিফ। গতকাল সোমবার (১১ এপ্রিল) তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, মো. আরিফ গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দরে আসার পর তাঁর আচরণ সন্দেহজনক ছিল। প্রথমে তিনি সোনার বারগুলো থাকার কথা অস্বীকার করেন। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে তাঁর কাছে মুঠোফোনের দুটি কেসিং পাওয়া যায়। তিনি আরও বলেন, কেসিংয়ের ভেতরে মুঠোফোন আকৃতিতে সোনায় কালো টেপ মোড়ানো ছিল।

একই সঙ্গে সিগারেটের প্যাকেটেও ছিল বার। সব মিলিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বার ছিল। এই প্রবাসীর বিরুদ্ধে মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version