ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি অথ্যাৎ ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ মালয়েশিয়া থেকে ঢাকায় আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।
এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লালি করা হলে তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।