প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক, ভারত)...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক, ভারত) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

0

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক, ভারত) এর মধ্যে ১৭ অক্টোবর ২০২২ইং তারিখে রাজধানীর গুলশান এভিনিউতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক, ভারত থেকে ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাওয়ার জন্য ট্রেড অ্যাসিসটেন্স প্রোগ্রাম (টিএপি) এর অধীনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে উক্ত চুক্তি স্বাক্ষর করে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া, মুম্বাই প্রধান কার্যালয়ের মুখ্য মহাব্যবস্থাপক ও সিএফও জনাব তরুন শর্মা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত লেনদেন সহজ করার নিমিত্তে এক্সিম ব্যাংক লাইন অব ক্রেডিট সুবিধা প্রদান করবে, যার আওতায় এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে এবং বিদেশী প্রতিসঙ্গী ব্যাংকের অনুকূলে গ্যারান্টি ইস্যু করবে। অন্যদিকে বিদেশী প্রতিসঙ্গী ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এলসি কনফার্ম করবে ও বায়ার্স ক্রেডিট সুবিধা প্রদান করবে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের গ্রহণযোগ্যতা অধিকতর বৃদ্ধি পাবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক, ভারত) হেড অফিস, মুম্বাই এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব পুষ্পেশ ত্যাগী, আবাসিক প্রতিনিধি জনাব প্রিয়াংশু তিওয়ারি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া এর ঢাকা প্রতিনিধি অফিসের প্রধান ব্যবস্থাপক অলক বড়–য়া-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version