প্রচ্ছদ শিল্প বানিজ্য পোশাক শিল্প শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ

0

আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। আজ শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুরের তাজপুর এলাকায় সিগমা গ্রুপের ‘সিগমা ফ্যাশন লিমিটেড’-এর শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানিয়েছে, ওই কারখানায় প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কাজ করেন। করোনার কারণে কারখানা বন্ধ দিয়েছিল এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। পরে কারখানা লেঅফ ঘোষণা করে মে মাসের ১ তারিখ পর্যন্ত। তবে কোনো ধরনের নোটিশ ছাড়াই গতকাল শুক্রবার রাতে কারখানা কর্তৃপক্ষ ৭০৯ জনকে ছাঁটাই করে দেয়ালে নোটিশ টাঙিয়ে দেয়। খবর পেয়ে শনিবার সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

কারখানাটির সুয়িং অপারেটর ফাহিমা বলেন, ‘গত ১৬ এপ্রিল আমাদের বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বেতন পরিশোধের দিন একটি ফাইলে কমপক্ষে ১৫ স্থানে স্বাক্ষর নেয়। কেন এই স্বাক্ষর নিয়েছে-তা আজ বুঝলাম।’

নাম প্রকাশ না করার শর্তে কারখানার একাধিক শ্রমিক বলেন, এমনিতেই আমরা করোনায় ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দিয়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা বাসাও ছেড়ে দিতে পারছি না। বাসা ছেড়ে দিতে চাইলে তিন মাসের বাসা ভাড়া দিয়ে চলে যেতে বলে বাড়িওয়ালারা।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘যা করেছি, তার সব নোটিশে লেখা আছে।’ তবে কারখানা বন্ধকালীন শ্রমিক ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version