বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কর্মদিবসও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজকের পতনে টানা ৬ কর্মদিবসে দাঁড়াল পুঁজিবাজারের দরপতন। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার অংকে ৫৬১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৬৫ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬২৭ কোটি ৩৪ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭১৯ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।