প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সিনেমা হল মালিকদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে...

সিনেমা হল মালিকদের ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
মার্কেন্টাইল ব্যাংক

চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণ, সংস্কার ও আধুনিকায়নে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) বাংলাদেশ ব্যাংকের কাজেমী সেন্টারে এক অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) মোঃ জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় সিনেমা হল মালিকরা ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ নুরুল আমীন, অফ-সাইট সুপারভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান, যুগ্ম পরিচালক মোঃ লুৎফুল হায়দার পাশা, সহকারী পরিচালক উম্মে উশামা ফারজানা ফাতেমা এবং মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি এবং সিআরএমডি ও এসএফইউ প্রধান শামীম আহমেদ, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের এভিপি মোঃ সানোয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version