প্রচ্ছদ বিশেষ খবর সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

0
পরিবহন ধর্মঘট

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবগুলো পয়েন্টে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

যান সংকটে পড়ে বিপাকে অফিসগামী মানুষ। তবে ব্যক্তিগত যানবাহন ও এম্বুলেন্স কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে।

ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটের পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিকের অপসারণসহ পাঁচ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

এরআগে রোববার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অনতিবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version