প্রচ্ছদ পুঁজিবাজার সূচক পতনে লেনদেন চলছে

সূচক পতনে লেনদেন চলছে

0

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ১৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৪ পয়েন্টে।

আজ ডিএসইতে অংশ নেওয়া ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৫৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version