প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-কে এমটিবি-এর চেক হস্তান্তর

সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-কে এমটিবি-এর চেক হস্তান্তর

0

এমটিবি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিস)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-কে আর্থিক সহায়তা প্রদান করেছে। এই সহায়তা সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি) পরিচালিত পুনর্বাসন কেন্দ্রসমূহে পক্ষাঘাতগ্রস্থ মানুষের সেবায় কাজে লাগবে যেন তারা পরবর্তীতে স্বনির্ভরভাবে চলাচল করতে পারে এবং স্বাভাবিক জীবণে ফিরে আসতে পারে।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ও কোঅর্ডিনেটর, ভ্যালরি এ. টেইলরের হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক। এছাড়াও সেন্টার ফর রিহ্যাবিলেশন অব দ্য প্যারালাইজড্ (সিআরপি)-এর মুহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান এবং এমটিবি’র চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, রেইস উদ্দীন আহ্মাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, মোঃ আমিনুল হক, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), তাহমিনা জামান খান, ইউনিট হেড, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version