সোনালী ব্যাংক লিমিটেডের এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১১তম বার্ষিক সাধারন সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সোনালী ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এর সভাপতিত্বে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান, সোনালী ইনভেস্টমেন্টের পরিচালক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান, উপসচিব শামীম আহমেদ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাস চন্দ্র দাস এবং সোনালী ইনভেন্টমেন্ট লিমিটেডের সিইও মোঃ নূরুন নবী সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বার্ষিক সাধারন সভায় ভার্চুয়ালি যোগদান করেন।