প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী eWallet-এ গ্রাহকদের সার্বক্ষণিক ডিজিটাল লেনদেনের সুবিধা

সোনালী eWallet-এ গ্রাহকদের সার্বক্ষণিক ডিজিটাল লেনদেনের সুবিধা

0

মুজিব শতবর্ষে সোনালী ব্যাংক তার গ্রাহকদের জন্য চালু করল ই ওয়ালেট। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির এই ইলেকট্রনিক ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসে দিনরাত ২৪ ঘন্টা লেনদেন করতে পারবে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এই eWallet অ্যাপসটি উদ্বোধন করেন। এই নতুন চালুকৃত eWallet ব্যবহার করে ব্যাংকের গ্রাহকগণ ব্যাংক একাউন্ট থেকে ই ওয়ালেটে অর্থ আদান প্রদান, অন্য একাউন্টে অর্থ প্রেরণ, সোনালী ব্যাংকের একাউন্ট থেকে বাংলাদেশের অন্য যেকোন ব্যাংকের একাউন্টে অর্থ প্রেরন, ব্যাংক স্টেটমেন্ট দেখা, ই-ওয়ালেটের ট্রান্সজেকশন হিস্টোরি দেখা, বিভিন্ন ইউটিলিটি বিল পেমেন্ট, ব্রাঞ্চ এবং এটিএম বুথ লোকেশন জানাসহ আরো বহুবিধ সুবিধা পাবেন।

যেকোন গ্রাহক google play store/Apple App Store থেকে Sonali eWallet অ্যাপটি ইনস্টল করা যায়। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য Register বাটনে ক্লিক করে নাম, মোবাইল নম্বর, সোনালী ব্যাংক একাউন্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল আইডি, জম্ম তারিখ, ৬ সংখ্যার পিন নাম্বার এবং পুনরায় তা কনফার্ম করে Submit বাটনে ক্লিক করতে হবে। সোনালী eWallet অ্যাপটি এ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।

এই অ্যাপ চালুর মাধ্যমে ইন্টানেট ব্যাংকিং এ আরো একধাপ এগিয়ে গেলো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। ক্যাশবিহীন ও ঝুকিবিহীন লেনদেন এর জন্য এই eWallet ভূমিকা রাখবে। নতুন এই অ্যাপসটি উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান প্রধান তার বক্তব্যে এই Sonali eWallet চালুকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার অংশ বলে অভিহিত বলেন। এসময় পরিচালনা পর্ষদের সদস্যগন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ সহ অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version