প্রচ্ছদ কর্পোরেট সংবাদ স্ট্যান্ডার্ড ব্যাংক এর বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক এর বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

0
স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. ‘সংহতি’র বছর: একসাথে গড়ি আগামী’- এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫-এর আয়োজন করেছে। ১১ জানুয়ারি ২০২৫, শনিবার ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক কাজী আকরাম উদ্দিন আহ্মদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক এবং ফেরদৌস আলী খান।

ব্যাংকের শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ ও সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস এবং ব্যাংকের সকল শাখাপ্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানগণ উক্ত সম্মেলনে যোগদান করেন। প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি শরি‘আহ্ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সর্বস্তরের নির্বাহী ও কর্মীবৃন্দকে পেশাগত মান উন্নয়ন পূর্বক ২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version