দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক “স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড” ০১ জানুয়ারি ২০২১ তারিখ, শুক্রবার থেকে একটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক-এ রুপান্তরিত হয়েছে, যা সম্পূর্ণরুপে শরি‘আহ্-এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে। গত ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সম্পূর্ণরুপে শরি‘আহ্- এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনার অনুমতি লাভ করে। এর মধ্য দিয়ে ব্যাংকটি গ্রাহকবৃন্দকে শরি‘আহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ হল। ০৩ জানুয়ারি ২০২১, রবিবার এ উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ কেক কেটে ব্যাংকটির এই নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, সম্মানিত পরিচালক সর্বজনাব কামাল মোস্তফা চৌধুরী, মোঃ জাহেদুল হক, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, মোঃ আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং মোঃ নাজমুস সালেহীন, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য হাফিজ কাজী মোঃ ইব্রাহিম ও ড. মোঃ সাইফুল্লাহ্, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট কোঅর্ডিনেটর জনাব মোঃ মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বহুল প্রত্যাশিত এই অর্জন উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন এর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকলের সার্বিক সুখ-সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়াহ্ কাশেমিয়াহ্ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের প্রধান মোহাদ্দেস্ ও স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য হাফিজ কাজী মোঃ ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ।