প্রচ্ছদ কর্পোরেট সংবাদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ”বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ”বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত

0

গত ১৩ ও ১৬ অক্টোবর ২০২২ তারিখে রাজধানীর মেট্রোপলিটন চেম্বার ভবনে ২টি ধাপে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা রিজিওনের ৩১ শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ”বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকভিত্তিক ভিন্ন ভিন্ন পরিকল্পনা গ্রহণ, গ্রাহকের সাথে সম্পর্কোন্নয়ন, সঠিকভাবে শাখা ব্যবস্থাপনা, ব্যবসায় সম্ভাবনা, ব্যাংকের শাখাভিত্তিক ও সার্বিক ব্যবসায়িক অবস্থা- প্রভৃতি বিষয়ের উপর আলোচনা করা হয়।

উক্ত মিটিং এ অনলাইনে যুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, এফবিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ। তিনি ম্যানেজারবৃন্দসহ সকলকে সফলভাবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন ও গ্রাহকদের সেবা প্রদানে আরো মানবিক ও দায়িত্বশীল হবার আহবান জানান। মিটিং-এ সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। সভাপতির বক্তব্যে জনাব মাকসুদ ব্যাংকের ব্যাবসা পরিচালনার ক্ষেত্রে শরি‘আহ্ পরিপালনে আপোষহীন হতে নির্দেশনা প্রদান করেন এবং ২০২২ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পর্যালোচনা, বিনিয়োগ বৃদ্ধি ও আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনে দিক নির্দেশনা প্রদান করেন।

মিটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, এসইভিপি ও মানব সম্পদ বিভাগের প্রধান আলকনা কে. চৌধুরী এবং এসইভিপি ও খুলনা রিজিওনের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version