প্রচ্ছদ ব্যাংক-বিমা বাংলাদেশ ব্যাংক ১০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসছে রোববার

১০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে আসছে রোববার

0
১০ টাকা

১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন ব্যাংক নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান দশ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের সইসহ নতুন ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে। আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে ওপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’-এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে। এছাড়া নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি অপরিবর্তিত থাকছে। অপরিবর্তিত রয়েছে নোটের পেছনভাগের অফসেট মুদ্রণও। এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version