প্রচ্ছদ বিশেষ খবর ১০ ব্যাংকের সমন্বয়ে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ

১০ ব্যাংকের সমন্বয়ে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ

0

দেশের বেসরকারি ১০টি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে। একসঙ্গে ১০ ব্যাংক মিলে এ ধরনের উদ্যোগ দেশে এটিই প্রথম। ডিজিটাল ব্যাংক গঠনে সমন্বয় হওয়া ব্যাংকগুলো মোট ১২৬ কোটি টাকা মূলধনের জোগান দেবে। নগদ টাকার ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি লেনদেন আরো সহজ করতে বেসরকারি খাতের ১০টি ব্যাংক মিলে এ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছে।

প্রস্তাবিত এ ব্যাংকের নাম হবে ‘ডিজি টেন ব্যাংক পিএলসি’। সব ব্যাংকই যেহেতু পুঁজিবাজারে তালিকাভুক্ত, তাই নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করার কথা জানিয়েছেন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা। পিএসআই প্রকাশ করেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদনের জন্য আবেদন করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় বড় ধরনের কোনো বিনিয়োগ বা ব্যবসায় নতুন কিছু সংযোজিত হলে বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল তথ্য জানাতে হয়।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গত জুন মাসে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version