প্রচ্ছদ বিশেষ খবর ২৫ মার্চ হইতে খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

২৫ মার্চ হইতে খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

0

করোনাভাইরাসের সংক্রামন এড়াতে আগামী ২৫ মার্চ ভোর ৬টা হইতে খুলনায় থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবি বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাস চলাচল আবার শুরু করা হবে।

বিশ্বের মোট ১৯২ দেশ ও অঞ্চলে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৪৬ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জন।

ইতোমধ্যে বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version