প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চলবে সকল টিভি চ্যানেল

অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে চলবে সকল টিভি চ্যানেল

0

অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সকল টিভি চ্যানেলের সম্প্রচার চলবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস টিভি চ্যানেলগুলোকে বিনামূল্যে এই সেবা দেবে।

আজ বুধবার দেশের সব টিভি চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারস (এটকো) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের একবছর পূর্তি উপলক্ষে ওই দিন থেকে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করার কথা থাকলেও কিছু সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তবে আগামী আক্টোবর থেকে সম্প্রচারের ব্যবস্থা করা হবে বৈঠকে জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ। এরপর ৩১ জুলাই এ স্যাটেলাইটের জন্য গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় দুটি উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে সার্বক্ষণিক মহাকাশে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গতিবিধি ও অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version