প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় স্মার্ট পেমেন্ট সিস্টেম উদ্বোধন

অগ্রণী ব্যাংকের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় স্মার্ট পেমেন্ট সিস্টেম উদ্বোধন

0
অগ্রণী ব্যাংক

অগ্রণী ব্যাংক লিমিটেডের খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্র-ছাত্রীদের বেতন ও অন্যান্য ফি অনলাইনে স্মার্ট পেমেন্ট সিস্টেম অ্যাপস এর মাধ্যমে জমা কার্যক্রম চালু হয়েছে। ৫ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ।

অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, যুগ্মসচিব বদরে মুনীর ফেরদৌস ও আজিমুদ্দিন বিশ্বাস, উপসচিব এ বি এম রওশন কবির, মিনাক্ষী বর্মন ও ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দীন আহমেদ। বক্তারা এই আ্যাপস এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি জমাদান প্রক্রিয়ার ভুয়সী প্রশংসা করে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অগ্রণী ব্যাংক তার নামের স্বার্থকতায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version