প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকের লিমিটেড এ ‘‘Govt. Employees Credit Under Govt. HBL Policy-2019’’ শীর্ষক...

অগ্রণী ব্যাংকের লিমিটেড এ ‘‘Govt. Employees Credit Under Govt. HBL Policy-2019’’ শীর্ষক প্রশিক্ষণ ওয়েবিনার অনুষ্ঠিত

0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সবার জন্য ঘর বাস্তবায়নের লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয়ের নির্দেশনায় ও সভাপতিত্বে অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক গত ০৩/০১/২০২১ তারিখে ‘‘Govt. Employees Credit Under Govt. HBL Policy-2019’’ শীর্ষক একটি একদিনের প্রশিক্ষণ Webinar অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুইজন অতিরিক্ত সচিব যথাক্রমে জনাব মোঃ এখলাসুর রহমান প্রধান অতিথি এবং জনাব বিশ্বজিত ভট্টচার্য্য খোকন এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান, জনাব মোঃ রফিকুল ইসলাম এবং জনাব মোঃ ওয়ালি উল্লাহ সহ অগ্রণী ব্যাংকের ১১টি সার্কেলের মহাব্যবস্থাপকবৃন্দ, সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং প্রত্যেক শাখা ব্যবস্থাপকসহ ২২৫৬ জন নির্বাহী/কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় সঞ্চালনায় ছিলেন মহাব্যবস্থাপক ও সিএফও জনাব মোঃ মনোয়ার হোসেন এফসিএ, এফসিএমএ, প্রধান কার্যালয়, ঢাকা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version