বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেড লিড অ্যারেঞ্জার ও এজেন্ট হিসেবে ২ হাজার ৫২৮ কোটি ৫৪ লাখ টাকার সিন্ডিকেটেড ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংকসহ এ চুক্তিতে অংশ নিয়েছে সাত ব্যাংক। এতে এককভাবে অগ্রণী ব্যাংকের ঋণের পরিমাণ ৪৬০ কোটি ১০ লাখ টাকা। ১৫ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এবং অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এসময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম, প্রধান শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, মহাব্যবস্থাপক (আইডি) শিরীন আখতার সহ বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অংশগ্রহণকারী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তিনি বলেন, অগ্রণী, সোনালী, জনতা ব্যাংকের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সম্পর্ক ৩৫ বছর। আমরা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছি। হাজার হাজার লোক আজ শিল্পায়নে এগিয়ে আসছেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, বর্তমানে ব্যাংক ব্যবস্থায় কোনো তারল্য সংকট নেই। সব ব্যাংক সুদৃঢ় অবস্থানে আছে। দেশের সেরা শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপ। এই শিল্পোদ্যোক্তা পরিবার দেশের সাধারণ মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখছেন। দেশের খেলাধুলার উন্নয়নেও বসুন্ধরা গ্রুপের ভূমিকা অনস্বীকার্য। বিপদগ্রস্থ দরিদ্র কৃষকদের কল্যাণেও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ।
বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে বাংলাদেশও একটি উন্নয়নশীল জাতি। দেশের অবকাঠামো খাতের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের অবকাঠামো বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।