প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকের ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচী

অগ্রণী ব্যাংকের ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচী

0
অগ্রণী ব্যাংক

শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় জোরদার করণের লক্ষ্যে অগ্রণী ব্যাংক পিএলসি. ১৬ অক্টোবর থেকে ২৯ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৭৫ দিনের ঝটিকা ঋণ আদায় কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ অক্টোবর অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৯৮তম ভার্চুয়াল বোর্ড সভায় ঋণ আদায় কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ এই কর্মসূচী ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। সভায় নতুনভাবে কোন ঋণ যাতে শ্রেণীকৃত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিত করণ ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ হ্রাসের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল সার্কেল, কর্পোরেট শাখা, অঞ্চল ও শাখা সমূহকে নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও সকল ব্যবসায়িক সূচক উন্নয়নের লক্ষ্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স আহরণ, রপ্তানি বাণিজ্যসহ সকল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে সুদ আয় ও সুদ বহির্ভূত আয় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস করে ২০২৩ সালে পরিচালন মুনাফার প্রত্যাশিত লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা দেয়া হয়। উক্ত সভায় অগ্রণী ব্যাংকের পরিচালকগণ, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ও উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version