প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মো. আবু হাসান তালুকদার

অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মো. আবু হাসান তালুকদার

0

অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন মো. আবু হাসান তালুকদার। পদোন্নতির পূর্বে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড এ উপ- মহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড এ যোগদান করেন। আবু হাসান তালুকদার চাকরি জীবনে সিপিসিআরএমডি, অডিট কমপ্লায়েন্স ডিভিশন(বহিঃ) এবং অঞ্চল প্রধান হিসেবে চট্টগ্রাম পূর্ব ও পার্বত্য অঞ্চল, টাঙ্গাইল অঞ্চল এ দায়িত্ব পালন করেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়াও তিনি এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে পেশাদার ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন। এই কৃতি ব্যাংকার পেশাগত জীবনের পাশাপাশি লেখালিখিও করেন।

জনাব তালুকদার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version