প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে ড. মোঃ ফরজ আলী’র যোগদান

অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে ড. মোঃ ফরজ আলী’র যোগদান

0

ড. মোঃ ফরজ আলী অগ্রণী ব্যাংক লিমিটেড এ পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট এর গেষ্ট ¯ক্সীকার এবং মাষ্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এমটিএম) এর এ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কোর্স পরিচালনা করতেন। তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংক এ যোগদান করেন। সুদীর্ঘ ৩৩ বছরে ব্যাংকিং পেশায় তিনি উক্ত ব্যাংকের বিভিন্ন গ্রেডের শাখা প্রধান, ডিভিশন বেইসড কর্পোরেট শাখা প্রধান, ডিভিশনাল হেড, হেড অব অডিট এন্ড ইন্সপেকশন এবং হেড অব আইসিসি সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাষ্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, প্রাইম বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি এবং প্রিষ্টন ইউনিভার্সিটি, ইউনাইটেড ষ্টেটস থেকে পিএইচডি অর্জন করেন। তিনি ডিপ্লোমেইড এসোসিয়েটস অব দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে তিনি অষ্ট্রেলিয়া, চায়না, সৌদি আরব, ভারত, নেপাল, ভুটান, মালদ্বিপ, শ্রীলংকা, সিংগাপুর, থ্যাইল্যান্ড, হংকং ও মালয়েশিয়া ভ্রমণ করেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version