প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অটোমেটেড চালান সিস্টেম বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

অটোমেটেড চালান সিস্টেম বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

0

অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব/কর পরিশোধের লক্ষে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২০ সেপ্টেম্বর ২০২১) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফিরোজ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী, ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ। এ চুক্তির মাধ্যমে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি ফি এখন থেকে এক্সিম ব্যাংকের সকল শাখায় জমা দেওয়া যাবে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version