প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম অনভিবাসী ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

অনভিবাসী ভিসা আবেদন ফি বাড়াল যুক্তরাষ্ট্র

0

ভ্রমণ, ব্যবসা, অস্থায়ী কর্মীসহ সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসা (এনআইভি) আবেদন প্রক্রিয়ার ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, বর্ধিত এই ফি শনিবার (১৭ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ব্যবসা বা পর্যটনের জন্য ভ্রমণ ভিসা (বি১/বি২) এবং অন্যান্য আবেদনমুক্ত এনআইভি, যেমন স্টুডেন্ট ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসার আবেদন ফি ১৬০ ডলার (প্রায় ১৭ হাজার ২৮৭ টাকা) থেকে ১৮৫ ডলার (প্রায় ২০ হাজার টাকা) করা হয়েছে।

অস্থায়ী কর্মীদের (H, L, O, P, Q ও R শ্রেণির) জন্য সুনির্দিষ্ট কিছু আবেদনভিত্তিক অনভিবাসী ভিসা আবেদনের ফি ১৯০ থেকে ২০৫ ডলার (২০ হাজার ৫২৯ টাকা থেকে প্রায় ২২ হাজার ১৫০ টাকা) করা হয়েছে।

চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং চুক্তির আবেদনকারীদের জন্য কোনো বিশেষ পেশায় (E শ্রেণি) আবেদনের ফি ২০৫ ডলার থেকে ৩১৫ ডলার (২২ হাজার ১৫০ টাকা থেকে ৩৪ হাজার ৩৫ টাকা) করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version