অনলাইনে কর্ণফুলী গ্যাস গ্রাহকদের বিল ও ফি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ঘরে বসেই সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইনে ও সোনালী ব্যাংকের যেকোনো শাখায় কেজিডিসিএলের চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকরা তাদের গ্যাস বিল ও ফি পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার চট্টগ্রামে কেজিডিসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে কেজিডিসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ সালাহউদ্দিন ও সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান খান, কেজিডিসিএলের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মোহাম্মদ খায়রুল হাসান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফরিদ আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।