প্রচ্ছদ শিল্প বানিজ্য পোশাক শিল্প আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানার ছুটি বাড়ল

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানার ছুটি বাড়ল

0

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন, বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএর সভাপতি রুবানা হক ও বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান শুক্রবার যৌথ বিবৃতিতে বলেন, করোনার কারণে উদ্ভুত’ত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বন্ধের সময় মজুরি দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠন ও শিল্পপুলিশকে অবহিত করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার চতুর্থ দফায় করোনা মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর বিজিএমইএ ও বিকেএমইএ কারখানা বন্ধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version