প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী তেল-গ্যাস আগামী ৫ হতে ১৫ই আগস্ট ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে

আগামী ৫ হতে ১৫ই আগস্ট ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে

0

আসছে ঈদুল-আজহার আগে সাত দিন এবং পরে তিন দিন (মোট ১০ দিন) সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২২ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

আগামী ১২ আগস্ট ঈদুল-আজহা হিসেবে, ঈদের আগে সাত দিন এবং পরের তিন দিন অথ্যাৎ ৫ হতে ১৫ই আগস্ট মোট ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারি যান চলাচল বন্ধ থাকবে বলে জানার মন্ত্রী।

বর্তমানে গ্যাস র‌্যাশনিংয়ের সুবিধার্থে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কম্পানিগুলো।

সড়ক ও সড়কের আশপাশসহ যত্রতত্র যেন পশুর হাট না বসে সে বিষয়ে লক্ষ্য রাখতে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট (সোমবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version