প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আজ অচিন পাখি’ ও ‘সোনার তরী’র উদ্বোধন

আজ অচিন পাখি’ ও ‘সোনার তরী’র উদ্বোধন

0

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এয়ারলাইন্স ‘সোনার তরী ও অচিন পাখি’ নামে দুটি নতুন ড্রিমলাইনার্স এয়ারক্রাফট বোয়িং ৭৮৭-৯ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ দুটি দিয়ে আগামী ৫ জানুয়ারি থেকে ম্যানচেস্টার ও লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে। এরই মধ্যে ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

উল্লেখ্য, ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ। এর মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮। এ ১০টি বোয়িংয়ের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে চারটি ড্রিমলাইনারের নাম হচ্ছে আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর নামকরণ করা হয়েছে পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙা প্রভাত। মেঘদূত ও ময়ূরপঙ্খী নাম রাখা হয়েছে দুটি বোয়িং ৭৩৭-৮০০ এর।

এ বছর ২১ ডিসেম্বর ‘সোনার তরী’ এবং ২৪ ডিসেম্বর ‘অচিন পাখি’ দেশে পৌঁছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version