প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

আজ থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু

0

আজ শনিবার থেকে বাংলাদেশী হাজীদের হজ পরবর্তী ফ্লাইট শুরু হবে। প্রথম ফ্লাইট বোয়িং ৭৭৭ যোগে ৪১৯ জন হাজী রাত সাড়ে আটটায় ঢাকায় অবতরণ করবে। তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগতম জানাবেন বিমানের চেয়ারম্যান এয়ারমার্শাল ইনামুল বারী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশের ১ লাখ ২৭ হাজার ৮০ হাজী দেশে ফিরবেন।

সূত্র জানিয়েছে, বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশী হাজীদের দেশে ফেরা শুরু হবে। এ বছর হজ ফ্লাইটে কোন সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যাত্রী বা টিকেট সমস্যার কারণে কোন ফ্লাইট বাতিল হয়নি। ৪ জুলাই শুরু হওয়া হজ অপারেশন-২০১৯ এর কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১৪৯টি ডেডিকেটেড এবং ৩২টি সিডিউল ফ্লাইটসহ ১৮১টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৬৬ হাজার ২৮৬ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এদিকে গতকাল শুক্রবার পর্যন্ত সৌদি আরবে হজ করতে যাওয়া ৭২ জন বাংলাদেশীর মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৮ জন নারী। মক্কায় ৬৪ জন, মদিনায় ৭ জন এবং ১ জন জেদ্দায় মারা যান। মৃতদের মক্কা-মদীনার বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version