আজ রবিবার (২২ আগস্ট) থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ফ্লাইট শুরু হচ্ছে । গত বুধবার দেশটির মন্ত্রিপরিষদ বাংলাদেশসহ ৬ দেশের সঙ্গে আবারও সরাসরি ফ্লাইট চালু -র অনুমতি দেয়। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই ও আল কাবাস এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে।
সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। মন্ত্রিপরিষদ জানায়, এই ৬ দেশের যাত্রীদের দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ, কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, মডার্না টিকা দুই ডোজ অথবা জনসন টিকা এক ডোজ নেয়ার সনদসহ বিস্তারিত তথ্য দিয়ে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে।