প্রচ্ছদ বিশেষ খবর আজ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

আজ থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

0

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতের পর থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এই রানিং স্টাফরা হলেন-গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নির্বাহী সহসভাপতি সাইদুর রহমান বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটে কর্মবিরতি শুরু হয়েছে। নতুন করে আর কোনো ট্রেন চলবে না।’

তবে যেসব ট্রেন রাত ১২টার আগে ছেড়ে গেছে, সেগুলো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে বলে জানান তিনি।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। এরই প্রেক্ষিতে চট্টগ্রামে পুরনো রেলস্টেশনে গত বুধবার সংবাদ সম্মেলন করে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ২৭ জানুয়ারি পর্যন্ত তাদের দাবি মানতে শর্ত বেঁধে দেয়। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় রানিং স্টাফরা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version