প্রচ্ছদ পুঁজিবাজার আজ পবিত্র আশুরা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

আজ পবিত্র আশুরা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

0

আজ মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষে দেশের দুই পুঁজিবাজার, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের অফিসিয়াল কার্যক্রম ও লেনদেন বন্ধ থাকবে। হিজরি ১৪৪১ সনের ১০ মহররম উপলক্ষে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এমডি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

উলেস্নখ্য, ১০ মহররম মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তে শহীদ হন।

দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সরকারি-আধাসরকারিসহ দেশের সব প্রতিষ্ঠান, অফিস ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version